মুক্তকথা সংবাদকক্ষ।। পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে নতুন করে আরো ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ হিসেব ১লা জুন ২০২০এর। এছাড়াও রোববার কোভিড—১৯ এ পুরানো আরো ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আক্রান্তদের মধ্যে রাজনগরে ১ জন, কুলাউড়া ৩ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন ও বড়লেখায় ২ জন রয়েছেন। আক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, ক স্বাস্থ্যকর্মী ও কর্মচারীরা রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ সোমবার বিকেলে জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১২৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪৩ জন।