সংসদ সদস্য নেছার আহমেদ টিকা গ্রহন শেষে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই টিকা অন্যান্য টিকার মতই, আমি ২৫ মিনিট হয়েছে টিকা দিয়েছি, এখন পর্যন্ত কোন পার্শপ্রতিক্রিয়া নেই। তিনি বলেন, আমি সম্মানিত নাগরিকদের আহবান করছি দেশ, সমাজ ও জনগণের স্বার্থে সবাই যেন নির্ভয়ে করোনার টিকা নেন।
সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান মানুষের কিছু অজানা আতঙ্ক কাটার জন্য আমি নিজে সহ স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার পৌর মেয়র প্রেসক্লাব সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার, ব্যবসায়ী প্রতিনিধি, সংস্কৃতি কর্মী, স্ব্যাস্থ্যকর্মী, শিক্ষকগন টিকা নিয়েছি।
এদিকে করোনার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে আগেই প্রস্তুত করা হয় মোট ৮টি বুথ। সেখানে রবিবার থেকে শুরু হয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২ দিন চলবে টিকাদান ও রেজিষ্ট্রেশন কার্যক্রম। প্রতিদিন ১ হাজার থেকে ১২শ জন ব্যক্তিকে টিকা দিতে পারবেন তারা। তবে সেক্ষেত্রে সুরক্ষা ‘অ্যাপ’এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।
|