মুক্তকথা প্রতিনিধি।। “এসো অ্যান্টিবডি তৈরী করি করোনাকে জয় করি” এরকম একটি স্লোগান নিয়ে আজ ২২জুলাই বুধবার বেলা ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেস ক্লাবে “করোনা প্রতিরোধ সামাজিক আন্দোলন পরিষদের নিখরচায় হোমিও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সালাহ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায়, সাংবাদিক সরোয়ার আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সাংবাদিক বকসি ইকবাল আহমাদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ নেছার আহমদ, করোনাকালিন এ সময়ে মৌলভীবাজার করোনা প্রতিরোধ সামাজিক পরিষদের এই মহতি উদ্যোগের ভূয়োসী প্রশংসা করেন। সামাজিক আন্দোলনের উদ্যোক্তারা বলেন করোনা প্রতিরোধে এ ঔষধ শরীরে ‘অ্যান্টিবডি’ তৈরী করে। এছাড়াও বিভিন্ন রোগ প্রতিরোধ করবে এ দাওয়াই। বক্তাদের বক্তব্য শেষে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও পত্রিকার হকারদের হাতে এ ঔষধ তুলে দেন।