মৌলভীবাজার অফিস: বুধবার ৪ঠা মাঘ ১৪২৩।। মৌলভীবাজার শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের একটি কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে লগো উন্মোচন করে কেক কাটা, রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করে প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থীগন। জানা যায়, লগো উন্মোচন করেন প্রতিষ্ঠাতা কাশীনাথ ও আলাউদ্দিন’র উত্তরাধিকারী অ্যাড. নিলিমেষ ঘোষ বলু এবং মাহফুজ আহমদ। এরপর শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।
এ উপলক্ষে শহরব্যাপি রেলি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সহকারি অধ্যাপক (অব.) আব্দুল খালিক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আলী, সাবেক ছাত্র জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, সৈয়দ মফচ্ছিল আলীসহ অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি এ বিদ্যালয়টি স্কুল এন্ড কলেজে উন্নীত হয়। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসিন আলীর জীবদ্দশায় তাঁর সার্বিক সহযোগিতায় বিদ্যালয় কলেজে রূপান্তরিত হয়।