মীর কাসেম আলীর ফাঁসির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হল বলেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক নেতৃবৃন্দ।
মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর ২০১৬।। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আলবদর বাহিনীর প্রধান মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্য্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক অধ্যায়ের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ফাহিম রেজা নুর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া বলেন, কোটি কোটি টাকার পাহাড় আর বিদেশী লবিং এসব কিছুই রক্ষা করতে পারলনা চট্টগ্রামের কুখ্যাত বাঙ্গালী খান বলে খ্যাত মীর কাসেম আলীকে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চট্টগ্রামের ত্রাস এই মীর কাসেম আলী ডালিম হোটেলে মুক্তিযোদ্ধাদের ধরে এনে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিল। তার নির্যাতনে কিশোর মুক্তিযোদ্ধা জসীম সহ নাম-নাজানা অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। সালাউদ্দীন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীর মত কুখ্যাত মানবতা বিরোধীদের ফাঁসিতে মাস্টারদা সূর্যসেনের বীর চট্টলার মাটি তথা সারা বাংলার মাটি আজ কলঙ্কমুক্তের ইতিহাসে আরও একধাপ এগিয়ে গেল। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে যে ঘোষণা দিয়েছিলেন, শহীদ জননী জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী তা আজ বাস্তবে রুপ দিয়েছেন। তাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক অধ্যায়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়।