দিলীপ কুমার অভিনীত বহু ছবিই বিপুলভাবে দর্শক নন্দিত হয়েছে তার মধ্যে অন্যতম ছবিগুলো হলো- মোগল ই আযম, গঙ্গা যমুনা, দেবদাস, আন, দাগ, দিদার, আরজ, আন্দাজ, শবনব ইত্যাদি।
১৯৬০ সালে মুক্তিপাওয়া ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা ‘মুঘল এ আজম’ দিলীপ কুমারের অভিনয় জীবনের মোড় ঘুড়িয়ে দেয়।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। সর্বোচ্চ সংখ্যক পুরস্কার বিজয়ী অভিনেতা হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড বইয়ে তার নাম লিপিবদ্ধ করা হয়। দিলীপ কুমার তার অভিনয় জীবনে ৮বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন। ১৯৯৩সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। ভারত সরকার ২০১৫ সালে তাকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করে। পাকিস্তানও তাকে ১৯৯৮ সালে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নিশান ই ইমতিয়াজ প্রদান করে।
দিলীপ কুমারের ব্যক্তিগত জীবনে প্রেমিকা ও স্ত্রী হিসেবে যে সকল নারীরা এসেছেন তারা হলেন- কামিনী কৌশল, মধুবালা, সায়রা বানু ও আসমা। |