কুলাউড়া: বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ এপ্রিল কুলাউড়া হর্টিকালচার সেন্টারে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) জাতের নারিকেল চাষ পদ্ধতি শিখনের লক্ষে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে একটি করে ভিয়েতনামের নারিকেলের চারা প্রদান করা হয়। এভাবে প্রতি ব্যাচে ৩০ জন করে ৩১ ব্যাচে মোট ৯৩০ জন কৃষককে প্রশিক্ষণ ও নারিকেলের চারা প্রদান করা হয় বলে জানান হর্টিকালচার সেন্টারের তত্বাবদায়ক মোঃ কবিরুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ, মৌলভীবাজার জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুরজিত চন্দ দত্ত, জেলা প্রশিক্ষণ কর্মকতা মোঃ সফর উদ্দীন, কুলাউড়া কৃষি কর্মকতা মোঃ জগলুল হায়দার, হর্টিকালচার সেন্টারের নার্সারী তত্বাবদায়ক মোঃ কবিরুল ইসলাম, উপ সহকারী (উদ্যান) কর্মকতা মোঃ সাইদুর রহমান।
এছাড়াও ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ জোগাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান হর্টিকালচার সেন্টারের তত্বাবদায়ক মোঃ কবিরুল ইসলাম।