মুক্তকথা সংবাদ।। কেমডেনের প্রাচীনতম বাঙ্গালী বাসীন্ধা, মৌলভীবাজারের বিরাইমাবাদ গ্রামের ফিরোজ মিয়া আজ পরলোকগমন করেছেন। আজ শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লণ্ডনের ‘ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল’-এ তিনি শেস নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
দুই সন্তানের পিতা প্রয়াত ফিরোজ মিয়া তিন বছর আগে মৌলভীবাজারে বসবাসকারী তার একমাত্র কন্যাকে হারান। কেমডেনের বিশিষ্ট সমাজকর্মী কম্যুনিটি নেতা ফারুক মিয়া তারই একমাত্র সন্তান।
প্রয়াত জনাব ফিরোজ মিয়া ১৯৬৫সালে বিলেতে এসেছিলেন। তিনি বিগত ৫৪বছর যাবৎ কেমডেন শহরেই বসবাস করে আসছিলেন। অতি সম্প্রতি তিনি রাস্তায় হাটার সময় পড়ে গিয়ে পায়ে ভীষণ আঘাত পান। বার্ধক্যজনিত জড়াব্যাধি ও পায়ের আঘাতের কারণে গেল সপ্তাহ দুই আগে কেমডেনের ‘ইউনিভার্সিটি কলেজ হাসপাতাল’-এ তাকে ভর্তি করা হয়। মৃত্যুর আগ অবদি তিনি হাসপাতালেই ছিলেন।
|