লণ্ডন অফিস।। দাপ্তরীকভাবে দায়ীত্ব নেয়ার ৩ মাসের মাথায় বিভিন্ন অভিযোগের কারণে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়া হলো কেমেন দ্বীপদেশের বৃটিশ গভর্নর বাঙ্গালী আনোয়ার চৌধুরীকে। গেলো বুধবার ব্রিটেনের ‘ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস’ (এফসিও) এক বিবৃতিতে গভর্নরের পদ থেকে আনোয়ার চৌধুরীকে সাময়িক প্রত্যাহারের তথ্য জানায়। তবে ঠিক কি কারণে চৌধুরীকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো আলোচনার সময় এটা নয়। তবে তার প্রত্যাহার আদেশ ‘অভাবিত এবং দুর্ভাগ্যজনক’। তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করছে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’।
দ্বীপদেশের সরকারী প্রধান ওলডেন মেকলালিন বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে আনীত কিছু অভিযোগের তদন্তের জন্য তাকে সাময়িকভাবে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’ও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের প্রকৃতি কি নমুনার এমন জানার বিষয়ে ‘বিদেশ ও কমনওয়েলথ অফিস’ বলেছে, তদন্তকালীন অবস্থায় কোন বিষয়ের উপর মন্তব্য করা সঠিক নয়। গার্ডিয়ান ও অনলাইন দৈনিক মেইল এ খবর দিয়েছে।
২০০৪ সালে ঢাকায় বৃটিশ রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে সিলেটের শাহজালাল মাজারে এক বোমা হামলায় আনোয়ার চৌধুরী আহত হন। এসময় বোমায় ২জন লোক মারা যায় এবং শতাধিক আহত হয়।
গত মাসে বৃটিশ সংসদে মুদ্রাপাচার বিরুধী আইন অমান্যের সংশোধিত বিল পাশ হলে ১৪টি বৃটিশ ‘অভারসীজ টেরিটরি’কে তাদের সুযোগ সুবিধাভোগী মালিকানার তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়।