মুক্তকথা সংবাদকক্ষ॥ একজনকে গুলি করা হয়েছে, ‘ন্যাশনেল গার্ড’দের ডাকতে হয়েছে এবং ভাইস প্রেসিডেন্ট পেন্স কে দৌড়ে সিনেট চেম্বার থেকে বেরিয়ে যেতে হয়েছে। এতোসব কিছুর মূলে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য। ‘আমাদের শক্তি দেখাতে হবে’ নেতৃত্বের এমন ফ্যাসীবাদী উক্তিতে প্রতিবাদ বিক্ষোভকারী কর্মীরা ওয়াশিংটনের কেপিটেল হিল নামের প্রশাসনিক দালানে বলপূর্বক ঢুকে ভাঙ্গচুর করে। আজ বুধবার ৬ জানুয়ারী ওখানে কংগ্রেস বসেছিলেন ‘ইলেক্ট্ররেল কলেজের ভোট গণনায় যার মাধ্যমে অবশেষে জো বিদেনকে বিজয়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার সম্ভাবনা ছিল। এমন অবস্থায়ই ট্রাম্প সমর্থকরা কারচুপির নির্বাচন অভিযোগ এনে বলপূর্বক ঝড়েরগতিতে ‘ক্যাপিটেল হিল’ অফিসে ঢুকে পড়ে। বিক্ষোভকারীদের হুমকি-ধামকিতে অবস্থা বেগতিক ভেবে হতভম্ব ভাইস প্রেসিডেন্ট পেন্স গণনা ফেলে বাহির হয়ে যান। |