শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৪ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলে পাওয়া খবরে জানা গেছে।
গত মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর ২০২৫ইং) উপজেলার জেটি রোড এলাকার শ্মশানঘাট থেকে উক্ত অজগরটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। পরে সাপটি স্থানীয় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার লোকজন শ্মশানঘাট প্রাঙ্গণ পরিস্কার করতে যান। এ সময় তারা ঝোপের ভেতর নড়াচড়ার শব্দ শুনে এগিয়ে গিয়ে একটি বিশাল অজগর সাপ দেখতে পান। পরে বাংলাদেশ সেবা ফাউন্ডেডনে খবর দিলে তারা সাপটি উদ্ধার করে নিয়ে আসে।
সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে গভীর জঙ্গলের এ জাতীয় সাপ মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় ঢুকে পড়ে।
বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি। লম্বায় প্রায় ১৪ ফুট। অজগরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে বনে অবমুক্ত করা হবে।