ছাতক সংবাদদাতা।। ছাতকের চরমহল্লা ইউনিয়নে বোরো মৌসুমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শ’ ৯৪জন কৃষক ও মৎসজীবি পরিবারে মধ্যে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৪ফেব্রুয়ারি সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে ৩০কেজি চাল ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কার্ডধারি সাড়ে ৮শ’ কৃষক পরিবারে ৩০কেজি করে চালও নগদ ৫শ’ টাকা করে আনুষ্ঠানিক বিতরণ কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত।
এছাড়া আরো ৪৪জন কার্ডধারি মৎস্য ও কৃষক পরিবারের মধ্যে ৩০কেজি করে চালও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। এসময় ইউপি সচিব মাসুক মিয়া, ইউপি সদস্য এখলাছুর রহমান, কয়েছ আহমদ, হুশিয়ার আলী, আলী আহমদ, নুর মিয়া, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, নুরুজ্জামান শামীম, সদস্যা অঞ্জলি রানী দাস, বীণা রানী দাস, হাফছা বেগম উপস্থিত ছিলেন।