মুক্তকথা প্রতিনিধি।। অভাগা দেশ না-কি অভাগা মানুষ! উজ্জ্বলা রাণী দাশের ঘর ফেরা আর হলোনা। দূরন্ত ট্রেনের নীচে কাটা পড়ে চির জনমের জন্য শেষ সজ্জ্বা নিলেন। মৌলভীবাজার শ্রীমঙ্গল রেলস্টেশনের নিকটেই এক মহিলার মৃত্যু হয় ট্রেনে কাটা পরে। সাথে মহিলার তিন বছরের একটি শিশু আহত হয়। মঙ্গলবার, ৯ জুন, দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। রেল ষ্টেশনে কোন ধরনের জননিরাপত্তা বেষ্টনী থাকলে নিশ্চয়ই এমন হৃদয় বিদারক ঘটনা ঘটতো না।
শ্রীমঙ্গল রেল পুলিশ জানায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করার সময় উজ্জলা রাণী দাশ নামে এক মহিলা তিন বছরের এক শিশুকে কূলে করে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পরে মৃত্যু হয় কুলের শিশুটি আহত হয়। এ দূর্ঘটনায় মহিলার শরীরের অর্ধেক অংশই কেটে যায়। শিশুটির একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মুমূর্ষ শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে নিহত মহিলা রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজচন্দ্র দাস এর মেয়ে।