চাঁদ বিজয়ী সেই সংশয়ী অভিযাত্রী মিঃ কলিন্স গতকাল বুধবার ২৮এপ্রিল ২০২১ইং ৯০ বছর বয়সে ইহলোক ত্যাগ করলেন। প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন চাঁদের পিঠে তিনি মানুষ পাঠাবেন। তার এ কথার ৮বছর পর ১৯৬৯সালে জুলাই মাসের ২০ তারিখে যিনি চাঁদের দেশে পা রেখেছিলেন তিনি ছিলেন সেই চাঁদ বিজয়ী মাইকেল কলিন্স। এই মহাকাশচারী প্রথম মানুষবাহী মহাকাশ অভিযান এপোলো-১১য় অন্যতম অংশগ্রহনকারী ছিলেন।
এপোলো ১১ অভিযানের কমাণ্ড মডিউল চালক মাইকেল কলিন্সকে অনেকেই ‘ইতিহাসের সবচেয়ে একাকী মানুষ’ বলতেন। দুই সঙ্গীকে নিয়ে ওই অভিযানে তিনিই প্রথমবারের মত চাঁদে অবতরণ করেছিলেন।
মাইকেল কলিন্স ১৯৩০ সালে ইতালির রোম শহরে জন্ম গ্রহন করেন। তার বাবা ছিলেন মার্কিন সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। তিনি ওয়েস্ট পয়েন্টের মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক শেষে বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৬৩ সালে নাসা তাকে মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছিল। তার প্রথম মহাকাশ যাত্রা ছিল জেমিনি ১০ অভিযান।
|