1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চাকরী ছাড়লেন ৫৭জন কর্মকর্তা - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

চাকরী ছাড়লেন ৫৭জন কর্মকর্তা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪৪ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাঙ্কের ৫৭জন কর্মকর্তা চাকরী ছাড়লেন

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে চাকরি ছেড়েছেন ৫৭ কর্মকর্তা। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এমন তথ্যই পাওযা গেছে।

সংশ্লিষ্টদের কথা উল্লেখ করে বেশ কিছু অনলাইন সংবাদপত্র লিখেছে যে, বাংলাদেশ সিভিল সার্ভিসসহ(বিসিএস) অন্য চাকরিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়েছেন এই কর্মকর্তাগন।

পদত্যাগকারীদের মধ্যে একজন উপপরিচালকও রয়েছেন। রয়েছেন ৫৫ জন সহকারী পরিচালক ও একজন কর্মকর্তা পদের অধিকারী। এছাড়া গত ৩১ মার্চ, ১৫ ও ১৬ এপ্রিল একজন করে, ১৮ এপ্রিল ২ জন এবং ২১ এপ্রিল ৪ জনের পদত্যাগ কার্যকর হয়েছে।

চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তা বেশির ভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। একসময় অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে সুযোগ-সুবিধাও কিছুটা বেশি পেতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তরা। কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার এই প্রবণতা কেনো তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না তবে কেউ কেউ মনে করেন যে সুযোগ সুবিধা কমিয়ে আনায় এমন হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT