চির নিদ্রার কোলে আশ্রয় নিলেন বীর মুক্তিযোদ্ধা
বীরপ্রতীক এসএমএ মান্নান
বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক এসএমএ মান্নান আর নেই। শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসূরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর এস এম এ মান্নান বীর প্রতীক গত ২৬ ডিসেম্বর তাহার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অচেনা-অজানা দেশে পাড়ি জমিয়েছেন(আমরা স্রষ্টার সৃষ্টি, শ্রষ্টার কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত মান্নানের পুত্রসম্পর্কিত যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা মাহমুদুর রহমান থেকে জানা যায়, ঐদিনই গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জাতীয় মর্যাদায় ‘গার্ড অফ অনার’ দিয়ে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধের সময় শত্রু বাহিনীর সাথে যুদ্ধে তার বিশেষ অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে রাষ্ট্রীয়ভাবে ভূষিত করা হয়। তার তিন ছেলে ও এক মেয়ে নাতি-নাতনী সহ সকলেই প্রবাসে অবস্থান করছেন। তার মৃত্যুতে সামরিক বাহিনী সহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।