গিয়াসনগর ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন- ‘গতকাল রাত ১২টার দিকে চুরি করতে গেলে লোকজন ছায়েম মিয়াকে ধরে ফেলে। পরে লোকজন তাকে ধাওয়া দিয়ে পিটুনি দিয়েছে। ছায়েম পেশাদার চোর। চুরির অভিযোগে জেলে ছিল। এক সপ্তাহ আগে জামিনে বেরিয়ে আবার চুরি শুরু করেছে। মানুষজনকে একেবারে জ্বালিয়ে তুলেছে। এলাকার মানুষ তাই ছায়েমের ওপর ক্ষুব্ধ ছিল।’
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক বলেন, চুরির অভিযোগে ছায়েমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এদিকে নিহত ছায়েমের বাবা রিয়াজ মিয়া(৫০) বলেন, ‘পূর্ব শত্রুতা থাকায় পরিকল্পিত ভাবেই আমার ছেলেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। আমার ছেলের মাথায় এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। যারা আমার বুকের সন্তানকে খুন করেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’
|