মৌলভীবাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসের রহমান
যাদের মাথায় শুভবুদ্ধি তারা ছাত্রদল করে, বাকীরা গুন্ডামি মাস্তানি করে
মৌলভীবাজারে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল(শনিবার) দুপুরে এ উপলক্ষে জেলা ছাত্রদল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ, আলোচনা ও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করে। সকাল থেকে দলের অভিভাবক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের ছবি ও নানা স্লোগান সম্বলিত প্রাচীরপত্র ও পতাকালিখন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন শহীদ মিনার প্রাঙ্গণে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনয়র সহ-সভাপতি- ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি- মোয়াজ্জেম হোসেন মাতুক, হেলু মিয়া, বদরুল আলম; সাংগঠনিক বকশী মিছাবহ উর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভপতি মামুন পারভেজ, আবিদুর রহমান; মুয়াইমিনুর রহমান দিপু, মাহবুব আল জামাল, যুগ্ম সম্পাদক- মুহিবুর রহমান সাজিব, জসিম তালুকদার, সহ সাধারণ সম্পাদক- হোসাইন আহমদ, হাসান আব্দুল্লাহ, শেকিম আহমদ; আফসার আহমদ আফজল, সহ সাংগঠনিক সম্পাদক- জাফর আহমদ, শাওন আহমদ, প্রচার সম্পাদক- সাইদ আহমেদ আদনান; সহ দপ্তর সম্পাদক- রাকিব আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বয়াক জনি আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বয়াক জাবেদ আলী নাইম, যুগ্ম আহ্বায়ক জাফরান খান, মাখনুনুর রহমান, শামিম আহমেদ সানি, সৈয়দ তপু আলী, শেখ মাহফুজুর রহমান রাব্বি, জুবায়ের আহমেদ জুবেদ, হুমায়ুন আহমদ, তায়েফ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাফর সাদিক জামি, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, রাজনগর উপজেলা ছ্ত্রাদলের শাম্মু আহমেদ, রায়হান আহমেদ; কুলাউড়া ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, পৌর ছাত্রদলের আাহ্বায়ক- আতিকুল ইসলাম, জুড়ি উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক- ফয়জুর রহমান; এমদাদুল হক সনি, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, সদস্য সচিব রাসেল আহমদ, ছাত্রদলের সাজন আহমদ, সানি আহেমেদ, নাইম ইসলাম, জিবান আহমদ, মাহি আহমেদ, আনোয়ার আহমেদ প্রমুখ।
পরে বর্ণাঢ্য পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান ছাত্রদল নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হিসেবে ছাত্রদলেরও দায়দায়িত্ব আছে তা তোমাদের পালন করতে হবে। বিএনপি ১৪ বছর থেকে বিরুধী দলে থাকা সত্ত্বেও হাজার হাজার ছাত্ররা ছাত্রদলে আসছে। যাদের মাথায় শুভবুদ্ধি তারা ছাত্রদল করে। ছাত্রদলেই সব ভালো ছেলেরা আসে।
তিনি বলেন দীর্ঘদিন থেকে একটা স্বৈরাচার আমাদের ঘাড়ে চেপে আছে। আর তাদের ক্ষমতায় ঠিকে থাকার একমাত্র অবলম্বন হল পুলিশ। সরকারকে স্বৈরাচারী অবৈধ সরকার উল্লেখ করে বলেন, এমন সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করে না এ মানের সরকার চুরি ডাকাতি আর মাস্তানতন্ত্র প্রতিষ্টা করে। এ মাস্তানতন্ত্র শেষ করতে হবে। এ অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করতে তত্তাবধায়ক সরকার পদ্বতি রহিত করেছেন। এখন চাইছেন ইভিএমে নির্বাচন করতে কিন্তু ওখানে কয়েক হাজার কোটি টাকা লাগে তাই ওই চিন্তা স্থগিত করেছেন। দেশ এখন দেওলিয়া হওয়ার পথে। আগামীতে ৬০ টাকার চাল ১২০ টাকায় খেতে হবে।
|