আমার কৈশোর ও যৌবনের সহপাঠী, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্হার দীর্ঘ দিনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল হোসেন গতকাল শুক্রবার সন্ধা ৬.৩০ মিনিটে উনার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
![]() |
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ অদ্য শনিবার দুপুর ২ ঘটিকায় উনার নিজ বাস ভবন ইসলামপুর বড়বাড়ীতে অনুস্টিত হয়।
জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে সমাধীস্ত করা হয়।
১৯৬৬ইং সনে মৌলবীবাজার মহাবিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের পক্ষে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে ১৯৬৯ইং সনের মৌলবীবাজার মহাবিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে জয়নাল হোসেন ভিপি(সহ-সভাপতি) নির্বাচিত হন। এ সময়ই উনসত্তুরের গণআন্দোলনে জয়নাল হোসেন ছিলেন মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের পক্ষ থেকে মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক।