মৌলভীবাজার, ১৫ আগষ্ট ২০২১
যথাযথ মর্যাদায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন ও মৌলভীবাজার প্রেসক্লাব,ইমজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন’র আয়োজনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। এতে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ অনেকে। এছাড়াও জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন’র যৌথ আয়োজনে কোরআন খতম, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
|