ভিসা জালিয়াতিতে সহায়তা ও কাগজপত্র তৈরির অভিযোগে মুহাম্মদ তমিজ উদ্দিন নামের এক ব্রিটিশ বাংলাদেশী ব্যারিষ্টারের বার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। তমিজ উদ্দিন ২০০৫ সালে ব্যারিষ্টার হিসাবে বার লাইসেন্স পেয়েছিলেন। ২০১৮ সালে ভিসা প্রতারনায় ভূয়া কাগজ পত্র তৈরি করার অভিযোগে সাউথ ওয়ার্ক ক্রাউন কোর্টে দোষী স্বাব্যস্ত হন তিনি এবং ৩০ মাসের জেলদন্ডও হয়। আইন পেশা নজরদারি প্রতিষ্ঠান ‘বার স্ট্যান্ডার্ড অথরিটি’ বলেছে, তমিজ উদ্দিন ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হোম অফিসে বিভিন্ন মানুষদের ভিসা সংক্রান্ত কাজের জন্য ভূয়া তথ্যাদি ও কাগজপত্র প্রদান করেছেন। কোর্টের রায়ে বলা হয়েছে, তমিজ উদ্দিন আইনের কাজে অসততা করেছেন। ন্যায় বিচার, প্রশাসনে পক্ষপাতমূলক ও আইনী পেশায় সাধারন মানুষের আস্থা হ্রাস করেছে তার অসৎ কাজ দিয়ে। বার স্টান্ডার্ড বোর্ডের এক কর্মকর্তা বলেন, আইনকে ব্যবহার করে জালিয়াতি একটি জঘন্য অপরাধ। আর এই অপরাধের সাথে যুক্ত থাকার কারনে মুহাম্মদ তমিজ উদ্দিনের লাইসেন্স বাতিল করা হয়েছে।তবে তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারবেন বলেছে বার স্টান্ডার্ড বোর্ড। |