মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। বুধবার অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলার জুড়ী উপজেলায় অভিযান পরিচালিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ফার্মেসীতে জমিয়ে রাখা ওষুধ, নিত্য প্রয়োজনীয় পন্যদ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনা করা ধরনের অপরাধ কর্ম পরিলক্ষিত হয়। এছাড়াও ৫০ কেজি ওজনের চালের বস্তায় প্রকৃত ওজন অপেক্ষা কম চাল বিক্রি করাসহ বিভিন্নঅপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলার জালালাবাদ ফার্মেসীকে ৭ হাজার, সাথী মসলা স্টোরকে ৩ হাজার ৫শ ও আনুয়ার আলী এন্ড সন্সকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।