1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা চেয়ারম্যান আজিজুর রহমান আর নেই - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

জেলা চেয়ারম্যান আজিজুর রহমান আর নেই

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৯৯৭ পড়া হয়েছে

মুক্তকথা বিশেষ সংবাদ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক গণপরিষদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত, বর্তমান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার(১৮ আগস্ট) আনুমানিক রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৫ অগস্ট তাঁকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(বিএসএমএমইউ)। ভর্তির পর পর ধীরে ধীরে তিনি কিছু সুস্থ হয়েও উঠেন। কিন্তু এই সপ্তাহে এসে তার শারিরীক অবস্থার অবনতি দেখা দেয়। নেয়া হয় নিবিড় পর্যবেক্ষনে। সে অবস্থায়ই আজ মঙ্গলবার, ১৮ আগস্ট, রাত অনুমানিক আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের অভিবাবকতুল্য এই মানুষটির মহাপ্রয়াণে সারা মৌলভীবাজার জেলায় সকল শ্রেণী পেশার মানুষের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। তার অন্তর্ধানে নব্য গড়ে উঠা মৌলভীবাজারের সমাজে ক্ষতির যে বলিরেখা দেখা দিল তা কোন দিন শুকাবার নয়, নয় পূরণ হবার।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT