মুক্তকথা সংবাদকক্ষ।। করোনায় আক্রান্ত জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন নজরুলকে সিলেট পাঠানো হয়েছে। নজরুলের অবস্থা কিছুটা অবনতিশীল হওয়ায় গত ২ জুলাই তাকে সিলেট নর্থ সাউথ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। গতকাল ৩ জুলাই ২০২০, তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
তার স্ত্রী-কন্যা তার সাথে সিলেট হাসপাতালে রয়েছেন। নজরুলের কন্যা, ফাইকা জান্নাত পিউলি, সিলেটে নর্থ সাউথ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। নাজিম উদ্দিন নজরুলের ছোট ভাই নিজামও তাদের সাথে আছে। মৌলভীবাজারে থাকা অবস্থায় দলীয় লোকজন নাজিম উদ্দিন নজরুলের পরিবারের পাশে থেকেছেন নিরুদ্বিঘ্নে। সিলেট বিভাগীয় জাসদের নেতৃবৃন্দও সার্বক্ষনিক হাসপাতালের সাথে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছেন।