দেশে এখন তো শুধু বিএনপি আছে। আর তো কোন দল দেখি না
দলীয় নেতা-কর্মীদের দূষ্কর্ম থেকে দূরে থাকার নির্দেশ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা স্বৈরশাসনের পর আ’লীগ নেতা-কর্মীরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। আবার সন্দরবনেও তাদের পাওয়া যায়। তাদের ১৫ বছরের দুঃশাসন থেকে মানুষ আজ মুক্ত হয়েছে। গত কাল শনিবার জেলার রাজনগর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাসের রহমান বলেন, দেশে এখন তো শুধু বিএনপি আছে। আর তো কোন দল দেখি না। এখন ভোট দিলে বিএনপি বিজয় লাভ করবে। নির্বাচনে দেরি হলে হয়তো ভোট কম পাবে, কারণ এ দেশের মানুষ অতীত সহজে ভুলে যায়। নাসের রহমান বলেন, সরকার ভোট দিলে বিএনপি কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? কোন দলতো দেখিনা। তবে সময় সাপেক্ষে হয়তো প্রতিদ্বন্দ্বি দল তৈরি হবে। আ’লীগের স্বৈরশাসন ও লুটপাটের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, আ’লীগ তো আগামী দুই নির্বাচনে আসতে পারবেনা। তৃতীয় নির্বাচনে আসবে কিনা সন্দেহ আছে। জেলা বিএনপির বিভক্তি ও কোন্দলের দিকে ইঙ্গিত দিয়ে জেলা সভাপতি বলেন, আমরা আশা রাখবো তারা তাদের ভুল বুঝে রাজনীতিতে ফিরে আসবেন।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করীম ময়ুন, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সভাপতি হেলু মিয়া, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি জামি আহমদ। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমূখ। শনিবার দুপুর থেকে হাজারো নেতা-কর্মীরা রাজনগর সরকারি কলেজের মাঠে সমাবেশস্থলে জড়ো হন। দুপুর থেকেই আলোচনা শুরু হয়। শুরুতেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর সিলেট বিভাগীয় কর্মী সভা গত শনিবার বেলা ১১ ঘটিকায় শুরু হয়। সিলেট চৌহাট্টায় আয়োজিত উক্ত কর্মী সমাবেশে অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা জাসাসের কর্মি ও নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১১ ঘটিকার পর থেকেই নেতা-কর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকেন। সংগ্রামী আহবায়ক শামসুল ইসলাম রাসেল এর নেতৃত্বে আয়োজিত কর্মী সভায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা জাসাসের প্রথম যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ন আহবায়ক রুয়েল আহমদ, যুগ্ন আহবায়ক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শিব্বির আহমদ, সানি আহমদ সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বর্তমান আহ্বায়ক সদস্যসহ সদর উপজেলা শাখার আহ্বায়ক হাসান আহমদ ও রাজনগর উপজেলার কায়সার আহমদসহ আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ।
মৌলবীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়িসহ জেলার সকল উপজেলা শাখার সাধারণ কর্মীদের নিয়ে মৌলবীবাজার জেলার নেতৃবৃন্দ সিলেটের চৌহাট্টার উক্ত কর্মী সমাবেশে প্রায় সকলেই যোগ দেন।