1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১ জন - মুক্তকথা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১ জন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৬৩১ পড়া হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের কাপ্তান মিয়ার পুত্র মোস্তফা মিয়ার কাছে দুই বছর আগের ২ হাজার টাকা পাওনা ছিল একই গ্রামের মসুদ মিয়ার। ওই পাওনা টাকাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত নটায় মোস্তফা মিয়ার বাকবিতন্ডা হয় পাওনাদার মসুদের। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সংঘর্ষে জড়িয়ে পড়ে মোস্তফার তালতো ভাই আবুল, বোনের জামাই মুকিত ও ভাগ্না জুনাইদ।
অপর পক্ষে জড়িয়ে পড়ে মসুদ মিয়া ও শিপন। পরে মসুদের চাচাতো ভাই আব্দুল আহাদ সালিশী করতে গেলে প্রতিপক্ষের আবুল রামদা দিয়ে তার মাথায় কুপ দেয়। তাৎক্ষনিক আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণ হলে অবস্থা আরো অবনতি হয় আহাদের। পরে শনিবার দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মসুদ মিয়া বাদী হয়ে গত শনিবার দুপুরে আবুল, মুকিত, জুনাইদসহ ৭জনের নাম উল্যেখ করে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা অজিত তালকদার জানান, ১ হাজার টাকা পাওনা নিয়ে ওই ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় ৭জনের নাম উল্যেখসহ আরো অজ্ঞাত কয়েকজনকে আসামীকে করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT