মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ কোরবানীর পশু বেচা-কেনার অনলাইন হাট “Smart হাট” এর সরকারী ঘোষণা প্রকাশ করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আয়োজিত এক সভায়। তিনি জানান করোণা মহামারীর মধ্যে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা স্থানীয়ভাবে নতুন এক মোকাবেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষকে হাটে যেতে নিরুৎসাহিত করতে এবং তার বিপরীতে ঘরে বসে যাতে কোরবানীর পশু সরাসরি ক্রয়-বিক্রয় করতে পারে এ বিষয়ে বহু ভেবে-চিন্তে মৌলভীবাজার জেলা প্রশাসন ‘অনলাইনে’ পশু বেচা-কেনার ডিজিটাল বাজার “Smart হাট” তৈরী করেছেন।
এই “Smart হাট” একদিকে যেমন খরিদদারদের জন্য পশু কেনা সহজলভ্য করবে একই সাথে হাটে অধিকহারে জনসমাগম কমিয়ে করোণা সংক্রমন রোধ করতে সক্ষম হবে। যেকোন ফেইচবুক ব্যবহারকারী অতি সহজেই নিজ ফেইচবুকে প্রবেশ করে এই “Smart হাট” নামের ডিজিটেল বাজারে একটুখানি খোঁজ করেই প্রবেশ করতে পারবেন।
ডিজিটেল এই “Smart হাট” বাজারের পুরো অঙ্গন তৈরী করতে সার্বিক সহযোগীতা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ESDP প্রকল্প এবং ‘এ-টু-আই’ নামের একদল স্থানীয় উদ্যোক্তা। তবে ‘এ-টু-আই’ নামের এই উদ্যোক্তাদের কারো নাম তিনি সভায় প্রকাশ করেননি। পশু ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোন সমস্যার সন্মুখীন হলে কয়েকটি টেলিফোন নাম্বার দেয়া হয়েছে যোগাযোগের জন্য। সেই নাম্বারগুলি হলো-
মৌলভীবাজার- ০১৭৫৮ ৫৩৩৮১১, শ্রীমঙ্গল- ০১৭৮৮-৪৬৩৮১১, কমলগঞ্জ- ০১৭৪০-৭৯৩৮১১, রাজনগর- ০১৭৩২-৮০৩৮১১, কুলাউড়া- ০১৭৩৮-৬২৩৮১১, জুড়ী- ০১৭২৮-৭০৩৮১১ ও বড়লেখা- ০১৭৪১-৫৬৩৮১১। সূত্র: প্রেসবিজ্ঞপ্তি