মৌলভীবাজার অফিস।। অবশেষে তিন দিন পর মাছ শিকারে গিয়ে তলিয়ে যাওয়া মনির মিয়া ৬০ এর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে রাজনগর থানা পুলিশ। শনিবার সকাল ১১টায় কাউয়াদিঘি হাওরের ফতেপুর ইউপির সাবাজপুর এলাকায় তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ দুপুর আড়াইটায় লাশ
উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির আলম নিহতের সাথে থাকা সুন্দর আলীর বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মনির মিয়া গ্রামের আরেক ভাতিজা সুন্দর আলীকে সঙ্গে নিয়ে নৌকা যোগে কাউয়াদিঘি হাওরে মাছ শিকারে যান। রাত দেড়টায় হঠাৎ প্রবল বর্ষন ও তুফানের কবলে পড়েন তারা। এসময় ভারি বর্ষন ও আকাশে বিজলী চমকাতে দেখে ভয় পান মনির। বর্ষন ও তুফানের আচড়ে এক পর্যায়ে তাদের নৌকাটি ঢুবে যায়। মনির প্রান বাঁচাতে সাঁতার কেটে তীরে যাওয়ার চেষ্টা করলে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হন। সাথে থাকা সুন্দর আলী অর্ধ্ব ঢুবি নৌকাটি ধরে প্রানে বেচেঁ যান। ঝড়-তুফানের গতি স্বাভাবিক হলে পাশের জেলেরা এসে সুন্দরকে উদ্ধার করেন। রাজনগর থানার এসআই অজিত কুমার তালুকদার বলেন, কাউয়াদিঘি হাওর থেকে লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।