1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'থ্রাস্ট ফর নলেজ' এর উদ্যোগে জেলাব্যাপী ২য় মেধা যাচাই পরীক্ষা ২০২০ - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

‘থ্রাস্ট ফর নলেজ’ এর উদ্যোগে জেলাব্যাপী ২য় মেধা যাচাই পরীক্ষা ২০২০

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৫ পড়া হয়েছে

জেসমিন মনসুর।। ‘থ্রাস্ট ফর নলেজ’ এর আয়োজনে মৌলভীবাজার জেলা ব্যাপী ২য় মেধা যাছাই পরীক্ষা ২০২০ এর সনদপত্র, সম্মাননা স্মারক প্রদান এবং নগদ অনুদান ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলার ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন পরীক্ষার্থীদের মধ্যে ১২৫ বৃত্তি প্রদান করা হয়েছে। পঞ্চম, ষষ্ট, অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণীর গ্রাম ও শহর দুই ক্যাটাগরীতে ২৫ করে মোট ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ, ক্রেষ্ট, সনদপত্র, শিক্ষা উপকরন, ল্যাপটপ, বাইসাইকেল ও সেলাই মেসিন বিতরন করা হয়। মৌলভীবাজার জেলা সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে মেধা যাছাই পরীক্ষায় জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজের ৫ শতাধিক ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করে।

‘থ্রাস্ট ফর নলেজ’-এর প্রোগ্রাম চেয়ারম্যান বকশী মিছবাহ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। সংগঠনের সদস্য সচিব এডভোকেট জোবায়ের আহমেদের পরিচালনায় সংগঠনের ফাউন্ডার সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী ও সমাজ সেবক বকশী মামুনুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামাদ মিয়া, একাটুনা ইউনিয়ন পরিষদ চেয়ারমেন ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসটির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবু সুফিয়ান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রালার অধ্যক্ষ মৌলানা সামছুল ইসলাম, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমেদ, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মকিস মনসুর, সম্মিলিত সামাজিক সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা বশির আহমেদ, মৌলানা আবু জাফর মো ইউসুফ, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার শাহ মোহাম্মদ আলী, অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, অভিভাবক ও মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মতলিব, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল লতিফ কয়ছর, ভয়েস অব মৌলভীবাজরের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ইউপি সদস্য মোঃ গিয়াস মিয়া প্রমূখ।
সংগঠনটি গত বছর থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি দিয়ে আসছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT