 
																
								
                                    
									
                                 
							
							 
                    মুক্তকথা সংবাদকক্ষ।। যুক্তরাজ্য জাসদের নির্বাহী কমিটির সদস্য সত্তুর দশকের ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন চৌধুরী ও প্রাক্তন ছাত্রলীগ নেতা, লেখক ও খ্যাতিমান ব্যবসায়ী সায়দুর রহমান চৌধুরী লকনুর মাতা মৌলভীবাজার শহরের দক্ষিন কলিমাবাদ এলাকার বাসীন্ধা জহুরুন্নেছা চৌধুরী আজ সোমবার ৩১শে ডিসেম্বর ২০১৮সাল, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর বলে তার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিক ও লেখক প্রবাসী সায়দুর রহমান চৌধুরী লকনু জানিয়েছেন। জহুরুন্নেছা চৌধুরী বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন শারিরীক জঠিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ছেলে, ২মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার ৩ছেলেই বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।