তপ্ত দাবদাহে বৃটেনে গতকাল ১৯জুলাই পর্যন্ত ১৩জন মারা গেছেন বলে সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। এদের মধ্যে ৭জনই কিশোর বয়সী ছিল। রয়টারের বরাত দিয়ে এ্যাপল নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। প্রচণ্ড গরমের সময় এরা সাঁতার কাটতে গিয়ে মৃত্যুমুখে পতিত হন।
রয়টার লিখছে, ২য় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার লণ্ডন অগ্নিনির্বাপক সংস্থা গতকাল খুবই ব্যস্ত সময় কাটিয়েছে মহাগরমের প্রতিক্রিয়ায় সংগঠিত বিভিন্ন উৎপাত ব্যবস্থাপনায় আনতে। গতকাল রৌদ্র তাপের মাত্রা ছিল ৪০সি বা ১০৪ ফারেনহাইট। প্রচণ্ড এই গরম প্রবাহের সময় রাজধানী শহরে গোটা ৪১টি বাড়ীঘর আগুনে পুড়েছে তার মধ্যে ১২ বাড়ীঘরে আগুল লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পুরো বৃটেনে। পাশাপাশি শুষ্ক ঘাস ঘনিষ্ট এলাকায় আগুন লেগে বিস্তীর্ণ এলাকা জ্বালিয়ে দেয় এবং পার্শ্ববর্তী রেল লাইনেরও ক্ষতি সাধিত হয়।
সূত্র: এ্যাপোল নিউজ