1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুই মাথার সাপের বাচ্চা - মুক্তকথা
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

দুই মাথার সাপের বাচ্চা

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ কক্ষ।। তামাটে রংয়ের দুই মাথাবিশিষ্ট একটি বাচ্চা সাপ পাওয়া গেছে উত্তর ভার্জিনিয়ার একজনের উঠানে। বিশেষজ্ঞগন বাচ্চা সাপটিকে সযত্নে দেখাশুনা করছেন। তারা বলেছেন যদি সাপের এ বাচ্চাটি বেঁচে যায় তা’হলে সাপটিকে কোন একটি চিড়িয়াখানায় দান করা হবে শিক্ষনীয় প্রদর্শনীর জন্য। এ মাসের প্রথমদিকে অদ্ভুত এ সাপের বাচ্চাটি পাওয়া যায়।

ছবি: বিবিসি নিউজ ওয়ার্লড

‘ন্যাশনেল জিওগ্রাফি’র মতে দুই মাথার সাপ বিরল এবং দূর্লভ এবং একত্র জড়িত জমজশিশুর মতই বড় হয়। ভ্রুণাবস্থা থেকে বড় হওয়ার পথে ধীরে ধীরে আলগা হতে থাকে তবে একটি নির্দিষ্ট অবস্থা পর্যন্ত জমজই থেকে যায়।
‘রেডিওগ্রাপ’ করে দেখা গেছে দু’মাথা এ সাপের দু’টি শ্বাসনালী রয়েছে। বামেরটা একটু বেশী উন্নত। মাথা দু’টি একই হৃদযন্ত্র ও ফুসফুস দিয়ে শ্বাসপ্রশ্বাস নেয়। এ বাচ্চাটির বেলায় দেখা গেছে ডান মাথা দিয়ে খাওয়াতে হয় তবে এটি বেশ ঝুঁকিপূর্ণ এ জন্য যে বাম মাথাটি খুবই সক্রিয়। এ ধরনের জমজ বাচ্চা সাপ কখনও বাঁচে আবার কখনও মরেও যায়। তবে সাধারণতঃ প্রকৃতিতে ছেড়ে দেয়ার চেয়ে আটক করে রাখলে বাঁচার ক্ষেত্রে ভাল হয়। সংবাদ সূত্র: ইউএসটুডে, বিবিসি ওয়ার্লড

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT