1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দূরনিয়ন্ত্রণ যন্ত্র চালিত ছোট আকারের টেবিল প্রস্তুত করেছে পশ্চিমবঙ্গ সরকার - মুক্তকথা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

দূরনিয়ন্ত্রণ যন্ত্র চালিত ছোট আকারের টেবিল প্রস্তুত করেছে পশ্চিমবঙ্গ সরকার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১৩৭০ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। করোণা ভাইরাস থেকে নিরাপদ দূরত্বে থেকে করোণা আক্রান্তরোগীর সেবায় নবপ্রস্তুতকৃত এই টেবিল যুগান্তকারী কাজ করবে। খুবই জঠিল কঠিন সময়ে অতীব প্রয়োজনীয় এই উদ্ভাবনা দিয়ে অনেকটা চমক সৃষ্টি করেছে ‘চিত্তরঞ্জন লকোমোটিভ’। সংবাদপত্র থেকে জানা গেছে, করোণা ভাইরাস সংক্রমণ নিরসনে কোলকাতার এক “বৈদ্যুতিক লকোমোটিভ প্রস্তুতকারক” রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত একটি রুগীদের ব্যবহারের ছোট চাকাযুক্ত টেবিল(ট্রলি)  প্রস্তুত করেছে। চাকাওয়ালা এ টেবিল স্বয়ং চলে যেতে পারবে রোগীর কাছে প্রয়োজনীয় ঔষধ, খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে। ডাক্তার বা নার্স দূর থেকে “দূরনিয়ন্ত্রণ যন্ত্র”(রিমোট কন্ট্রোল) এর মাধ্যমে টেবিলটিকে নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন। দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে যে কেউ চাকাওয়ালা এ টেবিলটিকে নিরুপদ্রবে গন্তব্যে পৌঁছাতে পারবে।

‘চিত্তরঞ্জন লকোমোটিভ’এর তৈরী এই সেই টেবিল যা দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সহায়তায় ঔষধ নিয়ে পৌঁছে গেছে রোগীর কাছে। ছবি: সংবাদমাধ্যম ছবিতে দু’জন হাসপাতালের সেবাকর্মীকে দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে চাকাওয়ালা টেবিলটিকে কিছু ঔষধসহ রোগীর কাছে পাঠাতে দেখা যাচ্ছে। ছবি: সংবাদমাধ্যম

গত ৪মে পশ্চিম বর্ধমানের আসানসোলে পরীক্ষামূলকভাবে চাকাওয়ালা টেবিলটি ব্যবহার করে ভিডিও ছবি তৈরী করা হয়েছে। ওই ভিডিও ছবিতে দেখা গেছে বেশ দূর থেকে দু’জন নার্স দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে একখানা ঔষধ বহনকারী টেবিলকে রোগীর কাছে পাঠাচ্ছেন। এতে করে ডাক্তার বা নার্সকে কোভিড-১৯ পরীক্ষা নিরীক্ষার জন্য কিংবা কোন করোণা রোগীকে ঔষধ খাওয়ানোর প্রয়োজনে নিজে কাছে না গিয়েও সেবার কাজ সুচারুভাবে করতে পারবেন। “দূর নিয়ন্ত্রণযন্ত্র” চালিত হাসপাতালের ওই চাকাওয়ালা টেবিল খানা প্রস্তুত করেছেন পশ্চিম বঙ্গের “চিত্তরঞ্জন লকোমোটিভ ওয়ার্কস” নামের একটি সরকারী প্রতিষ্ঠান। সূত্র: সংবাদমাধ্যম

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT