আব্দুল ওয়াদুদ।। মৌলভীবাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব বেগম আফরোজা খান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার সরকরি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী।
উল্যেখ্য, গত ৪ঠা অক্টোবর থেকে সারা দেশব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। এরই অংশ হিসেবে শনিবার(৬ অক্টোবর) মেলা সমাপ্তির দিকে যায়।