মৌলভীবাজার অফিস।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মৌলভীবাজারে বিএনপির কর্মী সভা শনিবার বিকেলে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি সদর উপজেলার বাহার্মদনে অনুষ্টিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বেগম খালেদা রব্বানী, সহ সভাপতি আব্দুল মুকিতসহ সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, মোয়াজ্জেম হোসেন মাতুক, আশিক মোশারফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলানেত্রী রেজিনা নাসের, এডভোকেট আনোয়ার আক্তার শিউলি, এডভোকেট মামুনুর রশিদ, শামীম আহমদ, বকসী মিসবাউর রহমান, মতিন বক্স, আব্দুল হক শেফুল, উপজেলা বিএনপি’র সভাপতি হেলু মিয়া, সেক্রেটারী ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাস প্রমূখ।
সভায় নাসের রহমান বলেন, নির্বাচনের সময় দলের নেতা-কর্মীদের মধ্যে অনেকেই নির্যাতিত হয়েছেন। দলের হাই কমান্ডে জরুরী সভা থাকার কারণে আমি সংশ্লিষ্ট এলাকায় গিয়ে খুঁজ নিতে পারিনি। তিনি বলেন, আমাদের সবাইকে ধর্য্যসহকারে এসব মোকাবেলা করতে হবে।