পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার আসছেন।মন্ত্রী আজ ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সাড়ে ১১টায় আকাশ পথে রওয়ানা হয়ে ১২-২০মিনিটের সময় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। ওখান থেকে সিলেটের অধ্যাপক ড. ফয়েজ উদ্দিনের বাসায় বিরতিতে থাকবেন। বিকাল ৩টায় সড়কপথে বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করবেন। তাঁর সফর কর্মসূচী থেকে জানা গেছে এ দফায় তিনি বড়লেখায় পৌঁছে ২০ জানুয়ারী সকাল ১১টায় তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারের একটি রাস্তার ‘হেরিংবোন বণ্ড’(এইচবিবি) করণের ভিত্তি স্থাপনে যোগ দেবেন। বেলা ২টায় জুড়ির চালবন্দের উত্তর বাছিরপুরে এক বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেল ৩টার দিকে জুড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নিজের খরচে এলাকার শীতার্ত মানুষজনের মাঝে কমলি বিতরণ করবেন। পরের দিন ২১ জানুয়ারী শনিবার বড়লেখা উপজেলার বেরেঙ্গা পুঞ্জি, পাল্লাতল পুঞ্জি, আগাড় পুঞ্জি, দুসুড়ি পুঞ্জিতে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসীন্ধাদের বসতিতে উঠার সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করবেন। এর পরে দক্ষিণ গ্রামতলা গ্রামে কৃষি জমির পানিনিষ্কাশন ও জলপথ(কালভার্ট) নির্মাণের ভিত স্থাপন করবেন। পরে বড়লেখা উপজেলা মিলনায়তনে নিজ খরচে শীতার্ত মানুষের মাঝে কমলি বিতরণ করবেন। বিকাল ৩টার দিকে জুড়ী শিশুপার্কে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদরুল হোসেনের শোক সভায় যোগ দেবেন। শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন। |