1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পর্যটনে ধস, লাউয়াছড়া মাধবকুন্ড বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন পর্যটকেরা - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

পর্যটনে ধস, লাউয়াছড়া মাধবকুন্ড বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন পর্যটকেরা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ১৭৩৪ পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারে ঈদ উপলক্ষে লাখো পর্যটকদের ঢল নামে। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটেনি। সবুজ-শ্যামল আর পাহাড় প্রেমী পর্যটকেরা করোনা ভাইরাস ডিঙ্গিয়ে দেশের বৃহত্তম জলপ্রপাত মাধবকুন্ড ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভ্রমনে এসেছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান সেই লকডাউন থেকে বন্ধ ঘোষনা করায় এখনো ঠিক আগের মত তালাবদ্ধ রয়েয়েছে মূল ফটকটি। মাধবকুন্ড জলপ্রপাতেরও একই দশা। পাহাড়ি ও ঠিলা ব্যষ্টিত মাধবকুন্ড জলপ্রপাত এলাকা দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় মানুষের অবাদ বিচরণ বন্ধ হয়ে যায়।

মানুষবিহীন বড়লেখা উপজেলার ওই ঝর্ণা ধারায় বিশাক্ত সাপ, বানরসহ নানা ধরনের জীব জন্তু অবাদে বিচরণ শুরু করছে এখন। ঈদ উপলক্ষে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য অবলোকন করেন যায়যায়দিনের প্রতিনিধিরা। মানুষের চলাচল একেবারে বন্ধ হওয়াতে মাধবকুন্ডের আঁকাবাঁকা পহাড়ি পথে পথে স্বাধীনভাবে বিচরণ করছে বনের ওইসব প্রানীকুল। এদেও নতুন আবাসস্থলে একবার থাকালে মনে হবে জলপ্রপাতে মানুষজন কোন দিনও আশা-যাওয়া করেনি। কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার বনের ভেতরও একই অবস্থা। সর্প,উল্লুক,বানর,পক্কিকুল যেন মেতে উঠেছে আপন মনে। এদিকে ঈদুল আযহা উপলক্ষে কোভিড-১৯ না মেনে সিলেট বিভাগের হাজারো পর্যটকেরা আসেন ওই উদ্যানটিতে। তাদেও যেন দমিয়ে রাখতে পারেনি কোভিড-১৯। নাম প্রকাশে অনিচ্ছুক লাউয়াছড়ায় আসা রাজনগর উপজেলার কয়েকজন পর্যটক জানান, ফটক খোলা থাকলো লাউয়াছড়ার বনের ভেতরে এসে সবুজ প্রকৃতি উপভোগ করে প্রফুল্ল হতাম। এরপর ও বাহিরে ঘুরাঘুরি করে অন্তত দেখে যাচ্ছি। ঈদ উপলক্ষে মাধবকুন্ডের ফটক সম্মুখে লোকে লোকারন্য। এদিকে পর্যটন জেলা মৌলভীবাজারে হোটেল-মোটেল ও রিসোর্ট এলাকায় গেল ৪ মাস ধরে দেশ-বিদেশী পর্যটক শুন্য। এক সূত্রে জানা গেছে,শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ও মৌলভীবাজার সদর উপজেলার দোসাই রিসোর্ট এন্ড স্পাসহ অর্ধ্বডজন রিসোর্টে প্রায় ২ কোটি টাকার লোকশান হয়েছে। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’র এজিমএম আরমান খান জানান, বৈশি^ক মহামারি করোনায় আমাদের মোটা অংকের একটা ক্ষতি হয়ে গেল। ঠিক কি পরিমান ক্ষতি হয়েছে এমনটা জানতে চাইলে এ প্রতিবেদককে বলতে রাজি হননি তিনি। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মঙ্গলবার জানান, স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজার পর্যটন এলাকা খুলে দেবার জন্য ইতিপূর্বে আমরা পর্যটন কর্পোরেশন ও পর্যটন মন্ত্রনালয়ে আবেদন করেছি। স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে ওই স্পর্টগুলো খুলে দেয়া হবে এমন আশ^াসও পেয়েছি। তবে এখনো খোলার অনুমতি পাইনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT