1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পল্লীবিদ্যুতের বার্ষিক সভা ও দুঃস্থ-ছিন্নমূলদের শীতবস্ত্র বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

পল্লীবিদ্যুতের বার্ষিক সভা ও দুঃস্থ-ছিন্নমূলদের শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল ও মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৬৭১ পড়া হয়েছে

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল ও বিশেষ প্রতিনিধি॥

বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, নিয়মিত গ্রাহকদের পুরস্কার প্রদান, বিদ্যুৎ বিতরণ কার্যক্রম প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, দুপুরে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, এমপি।

সমিতির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: শাখাওয়াত হোসেন, ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী। এছাড়াও সমিতির সাধারণ ব্যবস্থাপক, পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী ৩ বছরের জন্য ১২জন এলাকা নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়।


 

শ্রীমঙ্গলে দুঃস্থ ও ছিন্নমূল মানুষকে বিএইচবিএফসি’র শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন(বিএইচবিএফসি)।
বুধবার(২৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন(বিএইচবিএফসি) সিলেট জোনের ম্যানেজার মো: গোলাম মোস্তফার তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি শ্রীমঙ্গল শাখার ম্যানেজার আক্তার হোসেন। এছাড়াও এসময় বিএইচবিএফসি অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

রাজনগরে সমর্থন ফাউন্ডশন’র শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি॥

প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান’র জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান’র কনিষ্ঠকন্যা মাহিবা জাহরাহ রহমান এর চ্যারেটি সংগঠন ‘সমর্থন ফাউন্ডশন’এর উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় শীত বস্ত্র বিতরণ করা হয়। রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে প্রায় ৫শ হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

এতে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জেলা বিএনপির সহ সভাপতি রেজিনা নাসের,জ্যেষ্ঠ কন্যা ফারহিন আমিরা রহমান। সমর্থন ফাউন্ডেশনের আয়োজনে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি মো. হেলু মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ হুর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাছ আলীসহ অনেকে।

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT