মুক্তকথা সংবাদকক্ষ।। গত ২৮ জানুযারী মৌলভীবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখা শোক প্রকাশ করেছে। ১লা ফেব্রুয়ারী শনিবার মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে শোক প্রস্তাব গ্রহন করা হয়। চারণের জেলা সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শোক প্রস্তাবে আলোচনা করেন বাসদের জেলা কমিটির আহবায়ক কমরেড মঈনুর রহমান মগনু, বদরুল হোসেন, মিটন দেবনাথ, কৌশিক দে প্রমুখ।
![]() |
বৈঠক শেষে জেলা নেতৃবৃন্দ নিহত পরিবারের সদস্যদের সাধে দেখা করেন এবং সার্বিকভাবে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে নিহত পরিবারের প্রিয়াংকা রায় চারণ জেলা কমিটির সদস্য। গত ২৮ তারিখ ভয়াবহ অগ্নিকান্ডে সেন্ট্রাল রোডস্থ পিংকি সু স্টোর সম্পুর্ণ ভস্ম হয় এবং প্রিয়াংকার বাবা, ছোট বোন, কাকি, মামি এবং মামাতো বোন নিহত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি