রাজনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি
আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার।। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত জুনাব উদ্দিন জুনাইদ (৪০) নামের এক দিনমজুর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। অর্থের অভাবে নিরীহ ওই দিনমজুরের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এখন। এখন পর্যন্ত তার জ্ঞান না ফেরাতে রোববার (৯ জুন) তাকে লাইফ সাপোর্টে রাখা হতে পারে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত ৫ই জুন। এ ঘটনায় রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার মনুসরনগর ইউনিয়নের মালিকোনা গ্রামের বিলাল মিয়া নামের এক ব্যক্তির একই গ্রামের এরশাদ মিয়া’র কাছে ১৫ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে ওইদিন প্রতিপক্ষ মিলাদ গংরা দেশীয় অস্ত্র দিয়ে ৬ জনকে আহত করে। এদের মধ্যে ওই গ্রামের নুর উদ্দিন এর ছেলে জুনাব এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে তার মাথার চামড়া ফেটে ভিতরে গর্ত হয়ে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা এসে জুনাবসহ অন্যান্য আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জুনাবের অবস্থার অবনতি দেখে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ মারামারিতে অন্যান্য আহতরা হলেন-বিলাল মিয়া, খেলন মিয়া, মালা বেগম, শাহাদত মিয়া, তাজেল বেগম। মারামারিতে আহত বিলাল মিয়া বাদী হয়ে ১০জনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন গত ৬ই জুন।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির আলম জানান, আহত জুনাবের অবস্থা আশংকা জনক। এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। গত শনিবার ৮ই জুন তিনি ওসমানী হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছেন। তার মাথায় অপারশেন করতে ৩ঘন্টা সময় লেগেছে চিকিৎসকদের। জুনাব মিয়ার এখন লাইফ সাপোর্ট খুবই প্রয়োজন।
আহত জুনাব খুবই আসহায় গরীব মানুষ। এঘটনার সাথে সে সম্পৃক্তও ছিলনা। উক্ত ইউপি সদস্য জানান, ঘটনার দিন মিলাদ নামের এক যুবক এসে তার মাথায় আঘাত করলে মাথার হাড্ডি ভেঙ্গে প্রায় ২ ইঞ্চির মত দেবে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই দিপক, রোববার ৯ই জুন এ সাংবাদিককে বলেন, ওই মামলার আসামীরা পলাতক থাকায় আটক করা সম্ভব হচ্ছেনা।