1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পিপি আব্দুল মতিন ও জিপি মামুনুর রশীদ - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

পিপি আব্দুল মতিন ও জিপি মামুনুর রশীদ

শ্রীমঙ্গল প্রতিবেদক
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮০ পড়া হয়েছে

নতুনকরে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেলেন
মামুনুর রশীদ ও মতিন চৌধুরী

 

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে জিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট মামুনুর রশিদকে এবং পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অ্যাডভোকেট মো. আব্দুল মতিন চৌধুরীকে।

মৌলভীবাজারের বিভিন্ন আদালতে ৪২জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা- সরকারি কৌঁসুলি(জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর(পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

অ্যাডভোকেট মামুনুর রশিদ মৌলভীবাজার জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে আব্দুল মতিন চৌধুরী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মৌলভীবাজার জেলা ইউনিটের অন্যতম সদস্য এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

গত বুধবার(২৩ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া এক পত্রের তথ্যে আরও জানা যায়, বকসী জুবায়ের আহমদকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও নজরুল ইসলামকে সহকারী প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে জেলা জজ আদালতের অতিরিক্ত কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী দেলোয়ার হোসেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন- আব্দুল আহাদ, রুনু কান্ত দত্ত, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ মোহন পাল, আব্দুস সালাম(১), আবু নহর মোহাম্মদ মাসাহুদ, তোফায়েল আহমদ সবুজ। জেলা জজ আদালতের সহকারী কৌসুলিরা হলেন মোসলেহ উদ্দীন আহমেদ, শাহ আখলাকুল আম্বিয়া, দানিয়েল আহমদ, মোহাম্মদ সামছু মিয়া, অনিরুদ্ধ চক্রবর্তী, হোসেন বখশ, নাজমুল হক মুকুল, নাজমুল হোসেন বুলবুল, আব্দুর রহিম তরফদার, সৈয়দ খালেদ আহমদ, ইজাজুল ইসলাম, মাসুদ আলী, শেখ আহমাদ হাবীব, এস এ হাবীব উল্লাহ, আশফাক আহমেদ।

জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটররা হলেন, বিল্লাল হোসেন, শৈলেশ চন্দ্র রায়, সৈয়দ নেপুর আলী, আব্দুল মতলিব, আব্দুস সালাম (২), সুবিনা আক্তার, সালেহ আহমদ রিপন, আব্দুল্লাহ আলমগীর, আহমদ উর রহমান খান, নাসিম আহমদ বাপ্পী, জালাল আহমদ, ফজলে এলাহী, কামরুল ইসলাম, মো. খালিদুর ও মো. বুলবুল আহমদ।

উপ সলিসিটর(জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশে মৌলভীবাজর জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT