মুক্তকথা প্রতিবেদন॥ কলকাতায় গিয়ে কালীপুজা দেখেছেন খ্যাতিমান খেলোয়াড় শাকিব আল হাসান। গত শুক্রবার ২২ নভেম্বর ২০২০ শাকিব কলকাতায় হায়াৎ রিজেন্সি হোটেলে উঠেন। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কিন্তু সবচেয়ে বেশী দুঃখ পেয়েছেন সুধি মহল যখন সাকিব কালি পূজার উৎসব দেখার বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। যেকোন উৎসবে যেকোন মানুষ যেতেই পারে। এটি প্রত্যেক মানুষের নিজ নিজ বা স্বকীয স্বাধীনতা। এক্ষেত্রে কারো কোন কিছু বলার কোন অধিকার নেই। সে তিনি যে ই হোন। কারো ব্যক্তিগত অধিকারে হাত দেয়া আর ফ্যাসিবাদ একই কথা। সে ধর্মের নামে হোক কিংবা সভ্যতার নামেই হোক। ব্যক্তির ব্যক্তি অধিকার সবকিছুর উপরে। এখানে কোন হস্তক্ষেপ চলে না। যে বা যারা চালাতে চান তারা আর যা-ই হোন সভ্য মানুষ নন। অসভ্য আদিম মানুষ এরা। আর এসব আদিমদের ভয়ের খপ্পরে শেষ পর্যন্ত সাকিবও পড়ে গেলেন। সুশীল সমাজের কষ্টের স্থান এটাই। সাকিব দেশের এই সুশীল সমাজেরই একজন। তার এই ক্ষমা চাওয়া সুশীল সমাজকেই লজ্জা দেয়ার সামিল। দেশের প্রগতিবাদী সুধি সমাজের মুখে একচিমটে কালি ছিটিয়ে দেয়ার মত ঘটনা এটি। |