1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পূজামণ্ডপে মামলার হুমকি(!) - মুক্তকথা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

পূজামণ্ডপে মামলার হুমকি(!)

কাওসার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬ পড়া হয়েছে

পূজামণ্ডপে হিন্দু চেয়ারম্যানদের
মামলার হুমকি বিএনপি নেতার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব) শনিবার রাতে উপজেলার খাইছড়া চা বাগানে দুর্গামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা দেওয়া ও হুমকিতে তাদের অনুসারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূজামণ্ডপে হাজী মুজিবের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় চা বাগানের তিনজন চেয়ারম্যান গতকাল রোববার সকালে সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহসিন মিয়া মধুর বাসভবনে জড়ো হয়ে সোনা মুজিবের এহেন হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

হাজী মুজিবের ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার দুপুরে সাবেক পৌর মেয়র তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে সোনা মুজিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে অনুরোধ করে বলেন, শ্রীমঙ্গল শান্তি ও সম্প্রীতির স্থান। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা আমরা কঠোর হস্তে প্রতিহত করতে বদ্ধপরিকর।

মহসিন মিয়া অভিযোগ করে বলেন, হাজি মুজিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে উপজেলার রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ও সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখুর বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি দেখান। এতে বর্তমান দুর্গোৎসব চলাকালে সনাতন ধর্মাবলম্বী ও চা বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক, ভীতি ও অসন্তোষ ছড়িয়েছে। আমি একজন বিএনপি কর্মী হিসেবে এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরীর কাছে বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT