লিখেছেন-
আব্দুল ওয়াদুদ ও সৈয়দ বয়তুল আলী
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা আ’লীগের সম্মেলন। ২ ডিসেম্বর সদর ও ৭ ডিসেম্বর রাজনগর উপজেলা আ’লীগের সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার-৩ আসনের অন্তর্ভুক্ত এ দুই উপজেলায় আওয়ামী নেতাকর্মীসহ পুরো জেলা জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মৌলভীবাজার সদর উপজেলায় সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম শুনা যাচ্ছে জেলা আ’লীগ’র সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আকবর আলী ও উপজেলার বর্তমান সাধারণ সম্পাদক আনকার আহমদ’র। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে তৃনমূল নেতা-কর্মীদের নজর কেড়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান।
দলীয় সূত্র জানায়, আগামী ২ ডিসেম্বের পৌর জন মিলনকেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দলের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, প্রবীণ আ’লীগ নেতা আজিজুর রহমান, সংসদ সদস্য নেছার আহমদসহ অনেকে। এ সম্মেলনকে ঘিরে শহরে মঞ্চ, তোরণ ও গেটের শুভায় শুভিত চারদিক।
এদিকে রাজনগর উপজেলায় সভাপতি পদে প্রার্থী হিসেবে যারা নেতা-কর্মীদের মূখে মূখে রয়েছেন তারা হলেন-উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, বর্তমান সাধারণ সম্পাদক আছকির খান, উপজেলা আ’লীগ’র কৃষি বিষয়ক সম্পাদক ও কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার মায়া, উপজেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন-সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও রাজনগর উপজেলা পরিষদ’র বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজান খান, মনসুরনগর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মিলন বখ্ত।
রাজনগর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ বলেন, রাজনগর সরকারি কলেজ মাঠে আগামী ৭ ডিসেম্বর উপজেলা আ’লীগ’র সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নির্দিষ্ট তারিখে বর্ধিত সভাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এতে উপস্থিত থাকবেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রিয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রিয় সদস্য রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ’র চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আ’লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। রাজনগর উপজেলায় কেমন সভাপতি দেখতে চান এমন আলাপচারিতায় মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক আহমদ বলেন, যিনি দলের জন্য নিবেদিত প্রাণ, যার কারণে দলের দুঃসময়ে রাজনগরে দাড়ানো সম্ভব হয়েছিল সেই প্রবীণ ব্যক্তিকে আসন্ন কাউন্সিলে সভাপতি হিসেবে দেখতে চাই। সাধারণ সম্পাদক পদে ক্লিন ইমেজের উদিয়মান তরুণ দলের জন্য কল্যানকর হবে।
জেলা আ’লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদ এ সংবাদদাতাকে বলেন, এ দুটি সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবার প্রস্তুতি চলছে। পরবর্তীতে পৌরসভা’র সম্মেলন অনুষ্ঠিত হবে।
মুক্তকথা সংবাদকক্ষ।। গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে শংকর সূত্রধরের উপন্যাস শীতল শামিয়ানা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার আবু সাঈদ রুপিয়ান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, কবি ও নাট্যকার আব্দুল মতিন।
বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার ইউনিটি সিলেট বিভাগীয় আ লিক শাখা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহমেদ সমরাট, সহ-সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, সৈয়দ সোহেল আহমেদ, দুর্লভপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, শিক্ষক শিল্পী রানী সূত্রধর, স্বাগত বক্তব্য রাখেন লেখক শংকর সূত্রধর। অনুষ্ঠানটি সঞ্চালনা কোরাস সম্পাদক মুজাহিদ আহমদ।
মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে-পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সৈয়দ বয়তুল আলী।। মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্থ করছে। আমাদের পূর্বসুরীরা পরাধীনতার শৃঙখল ভেঙে যখন মুক্তি দিতে পেরেছেন তাদের উত্তরাধীকারী হিসেবে আমাদের সকল প্রতিকূলতা ভেঙে এগিয়ে যেতে হবে। মৌলভীবাজার সরকারি কলেজে মাদক জঙ্গিবাদ সন্ত্রাস ও গুজব প্রতিরোধ বিষয়ক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় মন্ত্রী আরো বলেন আমরা কর্ণফুলির নিচে টার্নেল বানাচ্ছি, নদীর উপর পদ্মাসেতু বানাচ্ছি, আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন পাঠিয়েছি, রুপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছি। আমরা সকল জেলাগুলোকে চার লেনের মধ্যে নিয়ে আসব। সকল রেললাইনকে ডুয়াল গেটের মধ্যে নিয়ে আসব। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ ’ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কমিটি ঘোষণামুক্তকথা সংবাদকক্ষ।। দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ ’ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট (এমপিআই) শাখার কমিটি গঠিত হয়েছে। গেল বুধবার, ২৫ নভেম্বর, দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেন। |