মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ মামুন। গত রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহŸায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গেøাবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি লন্ডণ প্রবাসী এড. জুয়েল আহমেদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অলক দেব, মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম, ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু ও জালাল আহমেদ। এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্ধকোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় ও দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। বিগত বুধবার(১২ জুন) স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলনের যৌথ স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় বিগত ৮জুন তারিখে মৌলভীবাজার জেলা শাখার সম্মেলনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটিতে সভাপতি পদে ডা. মো. শাহজান কবির চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ডা. ওবায়দুল ইসলাম বাপ্পী ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. রোকশানা ওয়াহিদ রাহীর নাম ঘোষণা করা হয়।
জানা গেছে, ঘোষিত কমিটি নেতাদেরকে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।