মুক্তকথা সংবাদকক্ষ।। ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. ইফতেখার আহমেদ দোলন নামে একজন বাংলাদেশি যুবক মারা গেছেন। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে প্যারিসের পিটিই সালপেটরিরে হাসপাতালে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে এক মাস ৮ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ইফতেখার আহমেদ দোলনের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে বলে জানা গেছে।
আরো জানা গেছে, প্রায় চল্লিশ দিন আগে করোনার উপসর্গ ধরা পড়লে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দোলন। এ সময় তার স্ত্রী ও সন্তানও তার পাশে ছিল। দোলনের বাবা ছিলেন বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক।
জানা গেছে, আগামী সোমবার ফ্রান্সেই দোলনের দাফন সম্পন্ন হবে।