1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বড়লেখায় কলেজ ছাত্রের আত্মহত্যা - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

বড়লেখায় কলেজ ছাত্রের আত্মহত্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১২৭২ পড়া হয়েছে

বড়লেখা থেকে খলিলুর রহমান।। মৌলভীবাজারের বড়লেখায় সাদিকুর রহমান সিদ্দিক (২৩) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। গত রবিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টার যে কোন সময় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। সিদ্দিক উপজেলার মাইজগ্রাম পশ্চিমগ্রামের মো. আতিকুর রহমানের ৩য় ছেলে। সে বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন (মামলা নাং-০৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ছাত্র সাদিকুর রহমান রবিবার (২৩ এপ্রিল) বাড়িতে দুপুরের খাবার শেষে আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর রাত ৮টা পর্যন্ত দরজা না খোলায় পরিবারের লোকজন অনেক ডাকা ডাকি করেন। কিন্তু ভিতর থেকে সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের তীরের সাথে সাদিকের ঝুলন্ত লাশ দেখতে পান। রাত ৯টার দিকে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক(এসআই) মিন্টু চৌধুরী মিটু লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উপ-পরিদর্শক(এসআই) মিন্টু চৌধুরী মিটু কলেজ ছাত্রের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে সোমবার (২৪ এপ্রিল) বিকেলে বলেন, ‘কি কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে সে একটু জেদি প্রকৃতির ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT