দিপু কোরেশীর কবিতা
শঙ্কা
হবে হবে ত্রাণ হবে,
সাথে হালকা নাম হবে,
সেলফির ঝিলিক হবে।
দুই হাতের উপর বিশ হাত বসবে,
গরীব নিয়ে তামাশা হবে,
নির্লজ্জ হাসি হবে।
টিভিতে অ্যাপিল হবে,
দেশ বিদেশে খবর হবে,
লিল্লাহ্ দিয়ে শহর খাবে।
তাতে তাদের কি হবে?
টিভিতে তো দেখা যাবে,
সব পেপারে নাম যাবে,
সমাজসেবী সবাই বলবে! |
কতো টাকা জমা হবে,
সে হিসেব চাপা রবে!
রাস্ট্রীয় ত্রাণ আসবে,
সেখানেও রহস্য হবে।
নেতা আরো নেতা হবে,
সমাজসেবী নাম কামাবে,
সাধারণের নাম ভাঙ্গাবে।
বন্যা হয়তো আরো হবে,
মনু কবে খনন হবে?
সে উত্তর কে দিবে!
অতীত যে কথা বলে,
তাইতো প্রশ্ন খেলা করে।
শঙ্কা কবে দূর হবে? |