কুলাউড়া প্রতিনিধি।। কত সাদ-সাধনা করে পুত্রকে বিয়ে করিয়ে বাড়ী ফিরছিলেন একজন চা-শ্রমিক মন্টু রবিদাস। আরো দশজন বাবার মত রবিদাসেরও নিশ্চয়ই ইচ্ছে ছিল পুত্রবধুর হাতে পাকানো রান্না খেয়ে অবসরের শেষ জীবন আনন্দে কাটিয়ে দেবেন। কিন্তু বিধি বাম! জান কবজ করতে আজরাইল হয়ে হাজির হলো বিয়ের জন্য ভাড়াকরা বাসগাড়ী। ষাটোর্ধ রবিদাসের পুত্রবধুর হাতের রান্না খাওয়া আর হয়ে উঠেনি। অদক্ষ চালক নিয়ন্ত্রন হারিয়ে বাসকে খাদে পতিত করে।
গত বুধবার ৭ই মার্চ রাত অনুমান ৮/৯টায় কুলাউড়া উপজেলার কুলাউড়া সদর ইউনিয়নের বনগাঁও এলাকায় একটি বরযাত্রীবাহী বাস উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ফলে ১জনের মৃত্যু ঘটে। জানা যায়, ৬ই মার্চ শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে বিয়ে শেষে ফিরে আসার পথে বর-কনের বাসটি কুলাউড়ার গাজীপুর সড়কের বনগাঁও এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই দূর্ঘটনাটি ঘটে। ফলে ঘটনাস্থলেই বরের পিতা মৃত্যুবরন করেন। এ দূর্ঘটনায় আরো ৪জন বরযাত্রী আহত হয়েছেন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় পত্রিকা ‘কমলকুঁড়ি’ মর্মান্তিক এ দূর্ঘটনার খবর দিয়ে আহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন, গোলাপ রবিদাস, পিচ্ছি রবিদাস, স্বপ্ন রবিদাস, নীল রবিদাস আহত হয়েছেন। নিহত মন্টু রবিদাস কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের একজন চা শ্রমিক ছিলেন।