1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বসন্ত চলে গেলো রেখে গেলো স্মৃতি - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

বসন্ত চলে গেলো রেখে গেলো স্মৃতি

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৫২ পড়া হয়েছে
হিথে বসন্ত

এখানে বর্ষা আর হেমন্ত নেই। আছে গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত। গ্রীষ্মের প্রচণ্ড তাপে এখানে খাল-বিল শুকায় না। নদ-নদীতে পানি কমে গিয়ে হাটুজল হয় না। মাঠ ঘাটও খাঁ খাঁ করে না। এখানে বসন্তে কুটুম পাখী ডেকে ডেকে ভাইকে খুঁজেনা। নেই কোন বিষাদ বেদনার ছায়া। এখানে ঋতুরাজ বসন্তের পুষ্পসৌরভ বিশ্বপ্রকৃতি ও জীবনে আনে বৈচিত্রের ছোঁয়া। ঋতুচক্রের আবর্তনে প্রকৃতির এ সাজবদল অনাদি চিরন্তন এক রূপ। এখানেও প্রকৃতি রূপের সে পসরা সাজায় অকৃপণ হয়ে, বসন্ত এলে।
বসন্ত চলে গেছে ঠিকই কিন্তু তার রেশটুকু এখনও জানান দেয় তার আগমনের। এখানে ঘুরে বেড়ায় যুগল নরনারী কাধ ধরাধরি করে।
সবক’টি ছবি তুলেছেন হারুনূর রশীদ।

বসন্ত এলো বনে

বসন্ত এলো বনে

কেনউডের প্যানোরামিক দৃশ্য

গ্রীন পার্ক

গ্রীষ্মে লণ্ডনের গ্রীনপার্ক

একসারি বৃক্ষের ছায়াতলে। ছায়া সুনিবীড়
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT